চা পাতা।। ৫৫

স ম্পা দ কী য় দূরে থাকুন । দূরে থেকেও সবচেয়ে কাছের মানুষ হওয়া যায়। বসন্তের সব উচ্ছাস মুছে যাচ্ছে অসহায়তায়। কোকিলের গান সাইরেনের মতো বেজে কোথাও কোথাও। সুবীর সরকার সুগন্ধ মরা আলো । সুগন্ধের স্মৃতি ফিরে এল। মহাসড়ক কে পাশ কাটালেই শূন্যতা মাঠে মাঠে বিছিয়ে রাখা দুপুর। তুমি নুপূর খুলছো আর ঢুকে পড়ছো লেবুক্ষেতের হাওয়ায় মৌমিতা পাল মনাস্ট্রি কলিং - ১১ পাহাড়ের ওপর আগুন পেয়েছিল পথিক! পুড়ে ছাড়খার স্মৃতির রাস্তা, মার্জনা চাইছিল নিঃশ্বাস সন্ধেতে ভেসে আসছিল যেসব সুঘ্রাণ সেসবই প্রত্যাখ্যান করছিল ন্যাকা বিরহ ধৈর্য ধৈর্য বলে বেছে নিয়েছিল দিলখুশ ফক্কা ডঃ সাহেব , বাঁচালে বাঁচিয়ে নিস চোখের জল গিলে নিয়েছিল বলেই 'ভ...