চা-পাতা ১০১
সম্পাদকীয় চা - পাতা তার শততম সংখ্যা পেড়িয়ে আজ একশত এক তম সংখ্যায় পৌঁছে গেল। খুব ভালো লাগছে এটা ভেবে। এই শততম সংখ্যা করতে গিয়ে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি । অনেক রকমের কবি-লেখক ও মানুষ চিনেছি। অনেক ভালোবাসা পেয়েছি। অবহেলা পেয়েছি। অনেক লেখা পড়ার সুযোগ পেয়েছি। সম্পাদনা করার এটাই সবচেয়ে বড় লাভ বলে আমার মনে হয়। কবিতা সুবীর সরকার প্রেমসিরিজ একটা হারানো নদীর জন্য একবুক শোক যে ঘোড়া সওয়ারহীন মূলত সে একা জানালার পর্দা সরে যায়। বড়ই গাছে নখ ঘষতে আসে বাঘ। খোলানে ঘিয়ের প্রদীপ। দিবস ও রাত্রি জুড়ে খুব প্রেম বসে থাকে ************************* শুভদীপ আইচ নিস্তার তাঁবু দিয়ে গড়েছি উঠোন দ্বিধা ও দ্বন্দ্বকাল, মুখ চেপে রাখি আমাকে বিব্রত দেখে ফিরে গেছে যে শামুক আমি তার লবণ ও জল আগলে রেখেছি বাতাসে লুকোনো চ...