ধারাবাহিক গদ্য

 

৪৮.
মানুষের জীবন জুড়ে কেবল গল্প আর গল্প। গল্প ছড়াতে ছড়াতে এগিয়ে যায় আমাদের জীবন। কত কিসিমের গল্প। যাপন কিংবা জীবন থেকে উঠে আসা গল্প। গল্পের কোন রকমফের থাকে না। কত কত দেখা, বিচিত্র সব রঙ্গিলা মানুষজন, গান বাড়ি তে ঘুরে বেড়ানো বাওকুমটা বাতাসের মতন তীব্র সব লোকগান।
হায়রে জীবন ! দেখা ও না দেখা নিয়ে অদ্ভুত এক জন্মান্তর খুব নিবিড়তা নিয়ে আসে। সব গল্প যদি লিখে রাখা যেত।প্রেম ও প্রেমহীনতা নিয়ে যদি চলে যাওয়া যেত লন্ঠন নামিয়ে রাখা কোন হাটের খুব গহীনে!
হয় না। একজীবনে সব হয় না।

৪৯.

নিজের কিছু বই নিয়ে একটা তীব্র আবেগ থাকে।
হাহাকার থাকে। আর্তি থাকে।স্মৃতি থাকে। বুঝি হওয়া ও না হওয়ার মাঝখানের শুন্যতার মত। এখানে দুটি বইয়ের কথা বলি। আসলে একটিই বই। পরেরটা তার পরিবর্ধিত অংশ। বইটি হলো - "নির্বাচিত কবিতা"। প্রথমটি ২০১২  তে। "কবিতা ক্যাম্পাস" থেকে। ২০১৩ র রাজশাহীর চিহ্ন মেলায় ৬১ কপি বিক্রি হয় বইটি। আমি নিজে সেই ঘটনার সাক্ষী। ঢাকা ও চিটাগাঙে বিক্রি হয় প্রায় ২৫ কপি। ২০১৪ তে ফুরিয়ে যায় বইটি।
এরপরে ২০১২ র পরে প্রকাশিত বই থেকে কিছু কবিতা যুক্ত করে আরো বড় পরিসরে ২০১৬ তে "ধানসিড়ি" থেকে দ্বিতীয় বইটি প্রকাশিত হয়। এই বইটি বেশ বিক্রি হয় অনলাইনে। স্টল থেকে তো বটেই।
টুকটুক করে প্রায় ৪ বছর ধরে বিক্রি হতে হতে এটিও নিঃশেষিত প্রায়।
এসব আশাব্যঞ্জক। কারণ এটা তো অস্বীকারের জায়গা নেই যে বই বিক্রি হয়। আগামী কিন্তু হতাশার নয়। এটাই তো ভালোলাগা এনে দেয়।
স্বপ্ন দেখা শুরু করি নুতন করে।

৫০.

গল্পে গল্পে ভরে ওঠে আমাদের জীবন। কত কত মূল্যবান অক্ষরে বর্ণিল এই জীবন।
আবার জীবনের গল্প তো ফুরোয় না।
সে অন্তহীন এক প্রবহমানতা বুঝি। কিন্তু আমাদেরকে তো থামতে হয় একসময়।আবার নুতন লেখা নিয়ে ফিরে আসবো এই ভেবেই !


----------------------------------- স মা প্ত-------------------------------



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা পাতা সাপ্তাহিক