গদ্য * সত্যম ভট্টাচার্য

একটি স্বাধীন ভাবনা

সত্যম ভট্টাচার্য

আচ্ছা আমরা পড়াশোনা করি কেন ? এর উত্তরে অনেক বড় বড় কথা থাকলেও, ব্যাক্তিগত ভাবে মনে হয়, পড়াশোনা থেকে পাওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে একটা চাকরী পাওয়াই আমাদের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাঙালী পরিবারের চাওয়া থাকে।যারা এই পরিচিত পথের বাইরে রাস্তা হাঁটতে পারেন তারা জীবনকে অন্যভাবে বাঁচার ক্ষমতা দেখান।কিন্তু বেশীরভাগেরই মোক্ষ একটি চাকরী।এবারে চাকরী আমাদের উদ্দেশ্য থাকলেও এর মাধ্যমে আমরা আসলে কি পেতে চেয়েছিলাম?মনে হয় একসময় আমাদের পূর্বপুরুষদের চাওয়া ছিলো সেই অবসর বা অবকাশ বা স্বাধীনতাকে যা হয়তো একজন কৃষক বা শ্রমিক তার দৈনন্দিন কাজের চাপে পেতে পারতেন না।সেই পূর্বপুরুষরা জীবনকে বাঁচতে জানতেন।কিন্তু পরবর্তীতে বাস্তব জীবনে এর উলটো ছবিটাই দেখা গেলো বেশী।আমরা চাকরীজীবিদের অধিকাংশই এতটাই অর্থাগমের মোহে বিভোর হয়ে পড়লাম যে কখোনো কোনদিন অফিস বাজারে যাতায়াতের পথে ঘরের পাশে ঘাসের ওপরে পড়ে থাকা শিশির বিন্দুটিকেই চেয়ে দেখতে ভুলে গেলাম।

আরো আরোর সবকিছুর পেছনে ছুটতে গিয়ে আমরা সেই অনুভূতি বা চোখকেই হারিয়ে ফেললাম যা আমাদেরকে ছোটবেলায় শরতের আকাশের পেঁজা তুলোর মতো মেঘ বা শীতের কুয়াশা বা রাতের অন্ধকারে জ্বলতে নিবতে থাকা জোনাকিরা দিতো একসময়।যন্ত্রবত এক প্রচন্ড ক্ষিদে তখন আমাদের চিন্তা চৈতন্যকে গ্রাস করে ফেললো।অন্যদিকে গ্রামের কৃষকটি চাষাবাদ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে সে কিন্তু একা চুপ করে বসে তাকিয়ে থাকে বয়ে যাওয়া শান্ত নদীটির দিকে।হয়তো তার মনে পড়ে ছোটবেলার কথা অথবা বাবা মায়ের কথা।নিভৃতে সে দুটো বাক্যালাপ সেরে নেয় ছায়ায় বসে দুপুরে ভাত খেতে খেতে বাড়ি থেকে খাবার নিয়ে আসা তার স্ত্রীয়ের সাথে।আপাতদৃষ্টিতে দেখলে সে ভাতে হয়তো তেমন কিছু থাকে না। আসলে কিন্তু সে শান্তি দিয়ে ভাত মেখে খায় যার কোন মূল্য হয় না।আর আমাদের অবস্থা হয়ে থাকে ঘানি টানা কলুর বলদের মতো।এই প্রসঙ্গে খুব মনে পড়ে কখোনো পড়া জর্জ বার্নার্ড শ সাহেবের সেই বিখ্যাত ফ্রিডম প্রবন্ধটি যাতে বিভিন্ন যুক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন যে আমরা কেউই কখোনোই প্রকৃত স্বাধীনতা পেতে পারি না।

হয়তো আরো একটা স্বাধীনতা দিবস পেরিয়েই এত সব কথা মনে এলো।মনে এলো জীবনে প্রথম একা একা এই স্বাধীনতা দিবসের দিনেই আমি বেড়িয়ে পড়েছিলাম বাড়ি থেকে।সেই ছিলো আমার ঘরের পাশের সামান্য ভ্রমণের শুরু।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১