ধারাবাহিক গদ্য






৪৪.

কিছু কিছু বই আচমকা পড়ে ফেলবার পর একটা তীব্র পুলক অনুভূত হয়।
সেরকম একটি বই নিয়ে কিছু বলি।
অজিত অধিকারী।উত্তরের এই ভূগোল ইতিহাসে নিজের মতন কবিতায় ডুবে থাকা একজন শক্তিশালী কবি।
ইতিপূর্বে তার প্রকাশিত ৯ টি কবিতার বইতে অজিত দা তার স্বতন্ত্রতা প্রমাণ করেছেন।
তার কবিতার ভুবন জোত জুড়ে এক তীব্র মায়া।তুমুল ম্যাজিক।
এই অপরূপ উত্তরের জল মাটি ইতিহাস লোকজীবন লোকসঙ্গীত জড়িয়ে জড়িয়ে কবি অজিত অধিকারী এক নির্জন কথোয়াল যিনি হেঁটে যেতে থাকেন রৌদ্র কিংবা ছায়ায়।


৪৫.

"রাজ_পাঠ' কবি অজিত অধিকারী র দশম কবিতার বই।এই লক ডাউন পর্বে প্রকাশিত, "কোবিদ" প্রকাশনী থেকে।
৯ টি কবিতায় সাজানো এই বইটি জুড়ে কোচবিহারের ইতিকথা। মেদুর এক দূরাগত বাতাসের ফিসফিস।ইশারা ও সংকেত কেমন লিপির মত ছিটকে ছিটকে আসে।
অজিত দা লিখেছেন_
"তোর্সা থেকে যে পথ চলে গেছে মান সাইয়ের দিকে
তার মাঝপথে নিশিময়ী রাণীর বাড়ি
সবুজ খেত ছুটে ছুটে দিগন্ত হয়ে যায়"
আবার কখনো আমরা শুনি_
"মিত্রাবনী একদিন, এসে পড়ো এই বর্ণময় ইতিহাস

আমাদের রাজ_উদ্যানে খেলা করে অনন্ত রাজহাঁস"
এক ঘোর জড়ানো কবি অজিত অধিকারী।পাঠককে ডুবিয়ে মারেন চুবিয়ে মারেন আর পাঠকের দিকে এগিয়ে দিতে থাকেন দাউদাউ হাহাকার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১