চা-পাতা ১০০
কবি কমলেশ রাহারায় স্মরণ সংখ্যা কবি কমলেশ রাহারায় । জন্ম ৬ মার্চ ১৯৪৬, অধুনা বাংলাদেশের রংপুর জেলার উলিপুর গ্রামে । ১৯৭১ সালে আলিপুরদুয়ার কলেজে বাণিজ্য বিষয়ে স্নাতক হওয়ার পর স্বাস্থ্যবিভাবে চাকরি এবং ২০০৬-এ অবসর গ্রহণ । কবিতা লেখালেখি ষাটের দশক থেকে । সম্পাদনা করেছেন 'মাদল', 'সাগ্নিক', 'শিলালিপি' পত্রিকা । পেয়েছেন অনেক স্মারক সম্মাণ । কবি পরলোক গমন করেন ৩১ ডিসেম্বর ২০২১। কবির প্রকাশিত কয়েকটি কবিতা ** ক *বি* তা ** সুদীপ্ত মাজি মন কেমনের লেখা ( উৎসর্গ : কবি কমলেশ রাহারায় ) সেতুর এপারে আলো ওপারে নিকষ অন্ধকার ... নিচে নদী । ছোট নৌকো । অসমাপ্ত ঢেউ ... মাঝিদের জাল , ঝাঁঝি , পলি ও পাথর ... ঘাটে বসে আছে অস্থি বিসর্জন দিতে জলে নামা অস্পষ্ট কেউ ... নৈঋতের দিক থেকে হাওয়া বইছে জোর ... তার মুখে জেগে উঠছে ফেলে রেখে যাওয়া তোমার মু...
বাবলি সূত্রধর সাহার দুটি কবিতাই মুগ্ধ করল। মায়া জড়ানো কবিতা।
উত্তরমুছুনঅন্তরা চ্যাটার্জির'অবসাদ' কবিতাটি ঘিরে জীবনের চাওয়া পাওয়া আর স্মৃতির বলিদান। বেশ ভালো লাগল।
বাবলীর কবিতাদুটি যাপনের বড় অভিজ্ঞতার প্রতিরূপ।
উত্তরমুছুন