সম্পাদকীয় 

   শিক্ষা হচ্ছে সেই সফটওয়্যার যা আমাদের মধ্যে থাকা বাকি সফটওয়্যারগুলিকে নিয়ন্ত্রণ করবে , সঠিক পথে পরিচালিত করবে আর আর ক্ষতিকর ভাইরাস থেকে আমাদের থেকে আমাদের রক্ষা করবে। যতটুকু আমরা অনুভব করতে পারি, যতটুকু আমরা ধারণ করতে পারি ততটুকুই শিক্ষা । যতটুকু জানি ততটুকু  জ্ঞান আর আর যতটুকু প্রয়োগ করি ততটুকু শিক্ষা।  পরিবেশের ক্লাস শেষে ছাত্রটি যখন বাড়িতে এসে বৃক্ষরোপণ ও বৃক্ষের রক্ষনাবেক্ষনের কাজ শুরু করবে তখনই সে শিক্ষিত হয়ে উঠবে ।
    


কবিতা 

শরম 

প্রসেনজিত রায়

ভাঁটিবেলার পাকে দেখিলে চোখুগিলা তলে যায় জলঢাকার ঠোঁটোত
নিভোং নিভোং সঁইঞ্ঝা বাতি, হাংকুড়া পাড়ি গোটো করোং পোড়া ভূতির ছাই
মশাগিলা শোঁ-শেঁ আইসে....

বাপ-ঠাকুরার পিন্ড দিছি এই নদীর পাড়োত
উমরালা সলসলা হয়া শুতি নয় বালুর ঢিপোত, জলের গা'তোত
কুয়া'র নগত কাথা কয়, চিনা মানষিলা অচিনা হয়!

মোর গাও সিড়সিড়ায় এই খাঁড়া কাছারোত দাঁড়ে হানে
ঝুনা রৌদোত পরপরেয়া উঠে উদলা দেহাখান
নাঙোট খুলি হানে জলোত নামি ঢাকি থোং শরম

তোমরা চৌখে চৌখে চোখু না থোন
                                                  শরম খাইবেন ফির...


জীবনানন্দ
সুস্মিতা সাহা

প্রতিটা সাদা পৃষ্ঠায় অসংখ্য শব্দ লুকিয়ে আছে
প্রতিটা অন্ধকারে অসংখ্য জীবন
আমি ঘাস হাতড়ে মুক্তো খুঁজে আনি
রাত হাতড়ে নদী!

স্রোতের শব্দে আমার ঘুম ভেঙে যায়
ভোরের আলোয় দেখি বিস্তির্ন  জনপদ
সবুজ ঘাসে শিশুরা শুশুকের মতো আসে
কলাপাতায় উঁকি দিয়ে সকালও হাসে।  

                                                           

ছবি

অনুরাধা নাগ

অবশ রাতের ঘুণপোকারা
চিবিয়ে খায় হৃদয়ের প্রতিটি তন্ত্রী,
নিস্তব্ধতা ভেঙে ডেকে ওঠে চুপকথা-
'ডিড ইউ ডু ইট' বলো 'ডিড ইউ ডু ইট'
পাখির ডাকে উপচে পড়ে  চোখ
মগজের কানাগলি  হয় ঝংকৃত,

অন্ধকারে ফুঁটে ওঠে ছবির রেট্রোস্পেকশন




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১