দোতারা।। ত্রয়োদশ পর্ব


'ও কি ও প্রাণনাথ আইসো
আইসো রে প্রাণনাথ বৈস'
এই লোকনাটকের দেশ,এই মদনকাম বিসহরা সাইটল কুশানের দেশ আমাদের উত্তর জনপদ।লোকগানের সুরে সুরে দুলে ওঠা এই ভূখণ্ডের মাটি মানুষ বাতাস।পূর্বজদের ধারা অনুসরণ করে নুতন প্রজন্ম চর্চা জারি রেখেছেন আমাদের বর্ণময় লোকসঙ্গীতের।দিনে দিনে ছড়িয়ে পড়ছে আমাদের লোকগান।আমাদের অহংকার।
হিমাদ্রী দেউড়ি।পেশায় শিক্ষক।এই তরুণ ভাওয়াইয়া সংগীত নিয়ে প্রবল যত্নবান।তার কণ্ঠের জাদু,মাধুর্য আর কারুকাজ গানকে পৌঁছে দেয় এক অনন্য উচ্চতায়।
বাড়িতে ছিল গানের পরিমণ্ডল।বাবা লোকগানের সাথে ওতপ্রোত জড়িত।দিদি জয়শ্রী নিজে খ্যাতনামা শিল্পী।
ভাওয়াইয়া নিয়ে হিমাদ্রীর স্বপ্ন আর শ্রম আর নিষ্ঠা আমাকে তীব্র চমৎকৃত ও চমকিত করে।আমি মুগ্ধ হই উত্তরের কৃষ্টি নিয়ে এই তরুনের নানান কর্মমুখরতা।
হিমাদ্রী দেউড়ি,এক তীব্র স্বপ্নের নাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১