বিদ্যুৎ রাজগুরু।। চা পাতা সাপ্তাহিক।। ৪২

বিদ্যুৎ  রাজগুরু  

চাঁদ উঠেছে টোটো পাড়ায় 


চাঁদ উঠেছে টোটোপাড়ায়
হলুদ মেখে গায়ে,
জ্যোৎস্না রাতে ভিজে এলাম
চাঁদের দিকে চেয়ে।

নদীর বুকে পাথরনুড়ি
বোঝাই করা আছে,
যন্ত্রণায় সে বুক বেঁধেছে
জল নেই তো কাছে।

ভরা নদী নেইকো এখন
জলের যেন ছুটি,
পাথরনুড়ি নদীর বুকে
করছে লুটোপুটি।

পাখ-পাখালির কলকাকলী
সবুজ বনে বনে,
জীবন চলে আপনমনে
নদীর কথা শুনে।

সবুজ মোড়া টোটো পাড়া
সব ঋতুতে সাজে,
আকাশ ছুঁয়ে সবুজ ওড়না
বুক ঢেকেছে লাজে।

আদিম আলোর পিদিম জ্বলে
তোমার সবুজ প্রাণে,
লাজুক নয়নে তোমায় খুঁজি
নতুন দিনের গানে৷

বর্ষা এলে ঝরনা গুলো
যেন জলের গয়না,
হাওড়ি-তিতি-বাংড়ি নদী
ধরে জলের বায়না।

রঙ ধরে যে কমলাবনে
শীতের হাওয়া ছুঁয়ে,
আকাশছোঁয়া পাহাড়চূড়া
মেঘের স্তম্ভ নুয়ে।

সন্ধ্যা নামে টোটো পাড়ায়
ঝিঁঝিঁর ডাক শুনে,
মনের কথা বলে এলাম
তোমার কানে কানে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১