অভ্রদীপ বসু।। চা পাতা সাপ্তাহিক। ৪২

অভ্রদীপ বসু 
অন্ধত্ব

নৈঋতে মেঘ জমেছে
তোমাদের পায়া ভারী হয়ে এলো
রঙিন পলাশের কাছে নিরালায় শিখে নাও বসন্তের উদারতা
ভরা ফাগুনের মাঝবয়সে আষাঢ়ে মেঘ ঘনাতে ভুলে যাও গো সখী
ভুলেই যাও, কেননা অসময়ে সকলই অনিয়ম

মেঘ কেটে কেটে জল নেমে আসছে
ধীরে ধীরে মুছে যাচ্ছে সব
ঘৃণা-প্রেম-ভাঙ্গন-শস্যল শবদেহ জুড়ে
অন্ধকার নেমে এসে বুক ভিজিয়ে দিলো

টিউশনি শেষ করে তুমি নিজ গতিতে ফিরছো, প্রচন্ড ঝড় হল
চুল গুছিয়ে তুমি বাস স্টপে এসে দাড়ালে
শরীরে চন্দনগন্ধ, এভাবে দাঁড়ালে বৃষ্টি আসে...ঢেউ আসে...বন্যা আসে

তুমি আর ওভাবে থেকো না
অচেনা যুবকের শিরায় খুঁজো না নিজেকে
ওভাবে ভালো বেসো না আর
ওরা অন্ধ হয়ে যাবে সখী
জল ছেঁকে ছেঁকে যেমন অন্ধ হয়েছি আমি...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১