সম্পাদকীয়। চা পাতা। ৪২




সম্পাদকীয় 


জীবনের লক্ষ্য কি? এই প্রশ্নে সবাই নিজের মতো করে আলাদা আলাদা  উত্তর দেবেন, এটাই স্বাভাবিক।  কিন্তু সবগুলো উত্তরকে বিশ্লেষণ করলে যে সারকথাটি বেড়িয়ে আসবে সেটি হল আনন্দ প্রাপ্তি। জীবনের লক্ষ্য আনন্দ প্রাপ্তি।  কবিতাও হয়তো মানুষ এই জন্যই লেখে। অনেকেই বলে কবিতা লিখে কিরকম আসে? আসেনা শুনলে মুখ বেজার করে, বলে কেন লেখো তাহলে এসব, এত বই পত্রিকা এতকিছু,  এত কলকাতা - শিলিগুড়ি - কোচবিহার সব মাগনা! তাদের বলি তুমি সারাদিন খেটেখুটে বাড়িতে সবার মুখে হাসি তুলে দিয়ে যে আনন্দটুকু পাও,  আমরা হয়ত সেই আনন্দটুকু পাই না।  তবে আমাদের পাওয়া আনন্দটা, তোমার মতো আনন্দ না পেয়ে আমাদের যে দুঃখ, তারপাশে রাখি। আমরা একটা বিক্রিয়াজাত আনন্দের ভাগিদার হই । আর বেঁচে থাকি।
 
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১