শিবসাগর ।। চা পাতা সাপ্তাহিক।। ৪২


শি ব সা গ র
কতক্ষন ?


কতক্ষন দাঁড়িয়ে থাকলে মূর্তি হওয়া যায়?

কতটা, ঠিক কতটা আলো মেপে নিলে, মুখে উল্কি জেগে ওঠে

বাহারি জলরং ?


আদতে আমি এসব কিছুই জানি না

কোনোদিনও ছুঁয়ে দেখিনি সমর্পিত নদী,

কোনো রাতে লেলিয়ে দেইনি ছাতিম সুবাস,

স্বপ্ন দেখেও মনে রাখতে পারিনি এযাবৎ

কাঁধের কোটরে খাটো-পা শালিকের ঘর


হাওয়াবদল আর হাওয়াবদল,

মেঘ বসতে এসেও জল খেতে চলে যায়

কতটা, ঠিক কতটা বেঁচে থাকলে গাছ হওয়া যায় !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১