শান্তনু পাত্র।। চা পাতা সাপ্তাহিক।। ৪২

শান্তনু পাত্র

পরি
*****


ওগো পরি, ভিক্টোরিয়া থেকে
উড়ে এসো আমার বিছানায়
সাদা চাদরের ভাঁজে, কৃষ্ণকলি রং
কেমন আছো? পুরানো কন্যে।

আমার ঠোঁটের থেকে এই আলো
যা কিছু নিয়েছ শুষে, অন্তরালে
কী বলবে বলো, দীর্ঘ বিচ্ছেদে
আমার বহন, আলাপ, সমাপন
নদী পাড়ে গড়ে ওঠা গ্রাম, পোড়াগ্রাম।

শরীরে শরীর জড়িয়ে
এই অন্ধকার মায়া
পাপড়ির মতো, অতিধীর
মৃদুমন্দ, নীরব আওয়াজে
তখনও তো রোদ খুলেছিল!

তোমার অপেক্ষা, ছাতার মতো, আদর পরম
মুঠো খুলে মেপে নিও, হাতের গরম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১