দোতারা।। ১০ম পর্ব





'হামার দ্যাশত বড় বাঘের ভয় রে সোনা রায়
বাঘের পালে হামলা দিবার চায় রে সোনা রায়'
কিংবা-
'কোড়ায় মারে ডুব
ও মোর মনত নাইরে সুখ
কোড়ার কানদং মুই
না পাং রে সহিবার'
অনেক বছর আগে এক প্রায় মধ্যরাতের শীতের কুয়াশায় ডুবতে বসা লোকগানের আসরে একের পর এক গোয়ালপাড়ার গান শুনে শুনে সর্বশরীরে কি এক উত্তাপ ও শিহরণ তৈরি হয়েছিল যার রেশ এখনও বহন করছি আমি।এই না লোকগান!এই তো গানের জাদু।গানের মায়া।গানের কুহক।পরবর্তীতে সেই জাদুকণ্ঠের শিল্পীর সাথে আমার নৈকট্য তৈরি হয়েছিল।
রহিমা বেগম কলিতা।অসমের গোয়ালপাড়ার কৃষ্ণাই তে বসবাস।স্বামী মাধব কলিতা শিক্ষক।ভালো তবলা বাজান।রহিমারা গড়ে তুলেছেন গানের দল 'সারিন্দা'।অসম ও উত্তরবাংলায় তুমুল জনপ্রিয় শিল্পী রহিমা বেগম কলিতা।তাকে গোয়ালপাড়ার লোকগানের রানী বলা হয়।প্রতিদিন নুতন করে নুতন গানের কথা ভাবেন।হারিয়ে যাওয়া কৃষ্টি ও গানকে সংরক্ষণের কথা ভাবেন।নুতন শিল্পীদের পাশে দাঁড়ান।আমি আমার বন্ধ চোখের ভেতর দেখি রহিমা কলিতা বেগম গাইছেন আর গানকে কুহক দিয়ে জড়িয়ে ধরছে বাদ্য ও বাজনা-
'এ পাড় থাকি
না যায় দেখা রে
নদীর ওই পাড়ের কিনার'

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১