দোতারা।। ৯ম পর্ব।।


প্রান্তিক ধুলোপথে অনন্ত গাড়িয়ালেরা গেয়ে চলেন মৈশাল বন্ধুর গান।গানের ঢেউ আছড়ে পড়ে লোকমানুষের এই দিনদুনিয়ায় ভিতর।আমরা শুনতে থাকি-
'আরে মৈষবাথানের চেঙরা মান্নান মিঞা
তুই ক্যানে করিলু মোকে চৌকের ইশিরা'
অঞ্জনা রায়।কোচবিহার জেলার চিলকিরহাট থেকে ভাওয়াইয়া শিল্পী হিসেবে উঠে এসেছেন।তার কণ্ঠের ম্যাজিক তাকে স্বতন্ত্র এক শিল্পীকে রূপান্তরিত করেছে।
বাড়িতে বাল্য থেকেই লোকগানের পরিবেশ পেয়েছেন।নিকটাত্মীয় ত্রিফুল্ল রায় তথা গাটু বাবুর কাছে গানের প্রাথমিক পাঠ নেওয়া।গ্রামে শৈশব ও কৈশোরে বসতো পালা গান,কুশান পালা,বিষহরার আসর।বৈরাতি নাচ।সেই সব অঞ্জনাকে ক্রমে লোকসঙ্গীতের অদ্ভুত কুহকের ভেতর নিয়ে গেছে।একসময় বুঝে গেছেন,ভাওয়াইয়ার পাকে পাকেই ডুবে মরতে হবে তাকে।
এই পরিণত বয়সে এসেও নিজেকে ব্যাপ্ত রেখেছেন লোকগানের মধ্যেই।আসলে,তিনি বুঝি গাইতেই থাকেন-
'গান গান করিয়া সর্বনাশ
তবু না মেটে গানের হাউস
গান করং মুই গাওয়াইয়া'

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১