দোতারা।। ৮ম পর্ব।।




*কবি সুবীর সরকারের কলমে 
  
লোকশিল্পী মুনমুন বর্মণ 

'কুচবিহারত হামার বাড়ি
ঘাটাত দেখঙ ভইসা গাড়ি
ভইসা গাড়িত ছই নাই
ভইসের গলাত  ঘান্টি নাই
গাড়ি চলে রে এলা কাদো রে পন্থে'
লোকগান ভাওয়াইয়া আমাদের প্রাণ।আমাদের সম্পদ।লোকজীবনের আবহমান যাপনের ছবি ধরা থাকে এই গানে।কি এক মায়া!কি এক ম্যাজিক এই গানে!
কত গুণী,কত নামী ও অনামী শিল্পীরা আবহমান কাল ধরে বহন করে আসছেন এই গানের ধারাবাহিকতা তাদের নিরলস চর্চার মধ্য দিয়ে।
মুনমুন বর্মণ।মাথাভাঙ্গার মেয়ে।উচ্চশিক্ষা নিয়েছেন।তরুণ প্রজন্মের মুনমুন বর্মণ তার কণ্ঠের স্বকীয়তায় শ্রোতাদের আগ্রহ অর্জন করেছেন।বর্তমানে বিবাহসূত্রে মেখলিগঞ্জে।মুনমুনের শুরুর দিনে আমি খুব কাছ থেকে তার একাগ্রতা,নিষ্ঠা ও আগ্রহ দেখেছি লোকগানের প্রতি।লোকগান নিয়ে নিরন্তর নিরীক্ষা করেছে সে।
বাড়িতে ছোট থেকেই পেয়েছে ভাওয়াইয়ার পরিবেশ।বাবা মজেন বর্মন এবং কাকা,পিসিরা গানেরই লোক।মজেন বর্মন দোতরা,ঢোল বাজান।লোকগানের ভেতর দিন কাটাতে মুনমুনদের।বোন লোকনাচ করে।ভাওয়াইয়ার তালিম নিয়েছেন মাথাভাঙ্গার অনন্ত মাস্টারের কাছে।পরবর্তীতে নানান গুণী ব্যক্তিত্বের সান্নিধ্য তার জীবন ও গানকে পুষ্ট করেছে।আমি কুয়াশা জমতে থাকা গানবাড়ি থেকে ভেসে আসতে দেখি মুনমুনের উদাত্ত ভাওয়াইয়া-
'হামরা প্রান্তবাসী কুচবিহারী
কুচবিহারের গান গাই'
আগামীতে অনেকদূর যাবে আমাদের স্নেহের
মুনমুন বর্মণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা-পাতা ৯১