দোতারা।। ৪র্থ পর্ব



'শ্যাম কালা ওরে শ্যাম কালা
ছাড়িয়া দে মোর শাড়ির আঞ্চল যায় বেলা'
কিংবা-
'আস্তে বোলান গাড়ি  রে গাড়িয়াল
ধীরে বোলান গাড়ি
আরেক নজর দেখিয়া নেও
দয়ার বাপর বাড়ি রে গাড়িয়াল'
উত্তরের এই সব লোকগানের সুর,শিল্পীর গায়নভঙ্গি,লোকবাদ্য সব মিলিয়ে অদ্ভুত এক ম্যাজিক ছড়িয়ে দেয়।শ্রোতার সমস্ত শরীরে গান তার সমস্ত সুরসমেত ঢুকে পড়তে থাকে।
এই হলো আমাদের লোকগান।আমাদের অহংকার।
লোকশিল্পীরা বহন করে চলেছেন এই লোকগানের ধারা।
আজ বলবো পারভীন সুলতানার কথা।প্রায় 25 বছর ধরে পারভীনের গান শুনে আসছি।মুগ্ধ হয়েছি বারবার।দেখেছি সংগীতে কি প্রখর ডুবে যান,নিমজ্জিত হন পারভীন।নিজেকে সৎ ও পরিশ্রমী নিরীক্ষায় লিপ্ত রেখে আজ পারভীন সুলতানা নিজেই একটি স্বতন্ত্র উচ্চারণ।
দিনহাটার মেয়ে পারভীন সুলতানা এখন কলকাতায় থাকেন।প্রায় প্রায়ই চলে আসেন উত্তরাঞ্চল তার গানের ডালি নিয়ে।
বাড়িতে গানের পরিবেশ বাল্য থেকেই তাকে লোকসংগীতচর্চায় আগ্রহী করেছিল।
বাবার কাছে শিখেছেন গান।
বোন রুনা লায়লাও ভালো লোকগান গাইতেন।
কীর্তন ও ভক্তিগীতি গেয়েও পারভীন সুলতানা সুনাম অর্জন করেছেন।
বেতার ও দুরদর্শনে নিয়মিত ভাওয়াইয়া পরিবেশন করেন তিনি।
নিজেও গান লেখেন।দরিয়া ও চটকা দুই ধরণের গানেই তিনি পারদর্শী।
আমি দেখি,মধ্যরাতের ভরা গানবাড়িতে পারভীন সুলতানার গান উড়ে বেড়াচ্ছে উড়ানি কৈতরের মতন-
'ও তুই একবার আসিয়া সোনার চান্দ
যাও মোকে দেখিয়া রে
অদিয়া অদিয়া যান রে বন্ধু
দাড়া না হন পার'

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চা-পাতা ১০০

চা পাতা সাপ্তাহিক